'সময়ের নির্জন স্রোতে', 'সময়ের ভেলা বেয়ে', 'জীবনের নির্জন কোলাহল'
Description
জীবনের নির্জন কোলাহল - মোঃ সিদ্দিক হোসেন নীরবতার ঢেউয়ে সঙ্গী হয়ে থেকো, প্রাণের প্রতিটি বাঁকে নির্জন বৃষ্টি ঝরাও। শব্দহীন ঠোঁটে রয়ে যাও তুমি, ক্ষতের ব্যথা গোপনে ঢেকে দিও আলতো হাতে। কেমন আছো? শুধাও না উচ্চারিত স্বরে, শিরার নিঃশব্দ তালে ঝরে পড়ুক মৃদু কথারা—জীবন বাঁক বদলে নিতে চায়, শুধু এক বিন্দু রক্তের স্পন্দনে। বেঁচে থাকা মানে— দ্রুত শেষ হয়ে যাওয়া পথের নিঃসঙ্গতা, যেখানে আত্মারা একা, ভাঙা কাঁচের মতো, কিন্তু স্থির—হৃদয়ের অতলে নির্বাক, নিঃসঙ্গ। **** বহরমপুর, ৭ নভেম্বর ২০২৪
Files
Steps to reproduce
সময়ের নির্জন স্রোতে - মোঃ সিদ্দিক হোসেন মুহূর্তগুলো সময়ের পানে নিঃশব্দে ছুটে যায়, নক্ষত্রের ঢেউয়ে হারিয়ে যায় আমার সন্ধ্যার গান। সবাইকে আপন করার বাসনা আমার নেই, নির্জনতার আলোয় নিজেকে রং দেই; মানুষের মধ্যে ছড়াই ভিন্ন ভিন্ন ফুলের সুবাস। দুঃখের বোঝা বয়ে নয়, মুছে দিতে চাই তার স্মৃতি, অতিরিক্ত হলে ভেঙে ফেলে দেই কিছু ইট। কেউ সুখ চাইলেই তাকে বিনামূল্যে দান করি, দুঃখ পেতে চাওয়া মুখগুলোকে ঘৃণার পরশ দিই। প্রতিশোধে মুগ্ধ আমি নই, মহসিনের মতো, যে ধন দেয়, তাকে বসন্তের স্পর্শে সাজাই। **** বহরমপুর, ৭ নভেম্বর ২০২৪