*ধ্বংসের অন্ধকারে সৃষ্টির দীপ্তি* ( THE RADIANCE OF CREATION AMIDST THE DARKNESS OF DESTRUCTION )

Published: 9 November 2024| Version 1 | DOI: 10.17632/3hrbchcj65.1
Contributor:
Md Siddique Hossain MD S HOSSAIN

Description

*ধ্বংসের অন্ধকারে সৃষ্টির দীপ্তি* • মোঃ সিদ্দিক হোসেন ঘুমিয়ে থাকা ঘৃণার অব্যক্ত অগ্নি, ধ্বংসের করাল সুরে ওঠে জেগে, বন্ধুর মুখে শত্রুর মতোন তীব্র গর্জন, নিরন্তর বিষ তীর ধেয়ে আসে স্রষ্টার হাত ধরে, আকাশে বেজে ওঠে মিথ্যার বিষাক্ত রাগিণী। আলোর উন্মেষ যেন ডুবে যায় গহন আঁধারে, মিথ্যার কুন্ডলিতে ম্লান হয় সকল দীপ্তি, প্রলয়ের পথে অস্তিত্ব বিলীন হতে চায়, কোথায় প্রথম সৃষ্টির উজ্জ্বল আলো, কোথায় প্রজ্ঞার শুদ্ধ অনুসন্ধান? ভাবি নিজেকে অমর স্রষ্টা, জ্ঞানের তিলক মেখে অহংকারী মুখ, তবু ভুলে যাই, ভস্মের ছাইয়ে লুকিয়ে থাকা কৃপণ দহন, অন্যের আঙিনায় আগুন জ্বালি নির্বিকার, মানবতার অধিকার ছাই হয়ে মাটিতে মিশে যায়। নারীত্বের নির্জনতা ছিন্ন- যুদ্ধের তালে ঝংকৃত, মুখোশের অন্তরালে নারীকে প্রতিদিন বদলায় নিষ্ঠুর রূপান্তরে, শাসকের ছলে, ধর্মের মুখোশে চাপা বেদনা, আত্মবিস্মৃত আত্মা গায় স্বার্থের স্তুতি। সফলতার মাপকাঠি যেন স্বপ্নহীন শূন্য তাম্রপত্র, ভাঙা প্রতিচ্ছবির অপূর্ব কীর্তি, অপরাধের হাতে অমর্যাদার অলঙ্কার, মুগ্ধতা পথ হারায় অন্তহীন মোহের মাঝে, এই নিরন্তর পথচলার শেষ কোথায়? গভীর অন্ধকারের বুক চিরে, সৃষ্টির অসীম প্রান্তরে আলোর নতুন ছোঁয়া, ধ্বংসের কোলাহলে সৃষ্টি নিজে দাঁড়িয়ে, স্রষ্টার ছায়ায় খুঁজি আমি অমোঘ আলোর অন্বেষণ, ধ্বংসের গভীরে নতুন দিশা, উজ্জ্বল সৃষ্টির প্রতিশ্রুতি। **** THE RADIANCE OF CREATION AMIDST THE DARKNESS OF DESTRUCTION - Md Siddique Hossain Unspoken flames of hatred lie dormant, Rising fiercely to the ominous beat of destruction, A friend’s face roaring like an enemy, Venomous arrows darting forth, guided by the Creator's hand, As the sky echoes with the toxic tune of lies. The emergence of light seems to drown in dense darkness. All brilliance fades in the coils of deceit. Existence longs to dissolve upon the path of ruin. Where is the radiant glow of the first creation? Where is the pure quest of wisdom? I consider myself an immortal creator, With an arrogant face adorned in the mark of knowledge, Yet I forget the stingy flames hidden in ashes. Indifferent, I ignite fires in others' yards, While the rights of humanity turn to ash and sink into the earth. Womanhood’s solitude is torn asunder— Resonating to the rhythm of war, concealed behind masks, Every day, a woman is reshaped into a merciless transformation, Pain veiled beneath the guise of rulers, masked in religion, A self-forgotten soul chants the praise of selfishness. Success measures like a dreamless empty copper plate, A broken reflection’s remarkable masterpiece, The ornaments of dishonour rest in the hands of crime. Wonder loses its way in endless illusion, Where does this relentless journey end? Through the heart of profound darkness, A new touch of light emerges in the boundless realms of creation. Amidst the clamour of destruction, creation stands tall, In the shadow of the Creator, I seek the inevitable quest for light. In the depths of destruction, a new direction, a promise of radiant creation. **** Berhampore, Murshidabad November 7, 2024

Files

Steps to reproduce

*ধ্বংসের অন্ধকারে সৃষ্টির দীপ্তি* • মোঃ সিদ্দিক হোসেন ঘুমিয়ে থাকা ঘৃণার অব্যক্ত অগ্নি, ধ্বংসের করাল সুরে ওঠে জেগে, বন্ধুর মুখে শত্রুর মতোন তীব্র গর্জন, নিরন্তর বিষ তীর ধেয়ে আসে স্রষ্টার হাত ধরে, আকাশে বেজে ওঠে মিথ্যার বিষাক্ত রাগিণী। আলোর উন্মেষ যেন ডুবে যায় গহন আঁধারে, মিথ্যার কুন্ডলিতে ম্লান হয় সকল দীপ্তি, প্রলয়ের পথে অস্তিত্ব বিলীন হতে চায়, কোথায় প্রথম সৃষ্টির উজ্জ্বল আলো, কোথায় প্রজ্ঞার শুদ্ধ অনুসন্ধান? ভাবি নিজেকে অমর স্রষ্টা, জ্ঞানের তিলক মেখে অহংকারী মুখ, তবু ভুলে যাই, ভস্মের ছাইয়ে লুকিয়ে থাকা কৃপণ দহন, অন্যের আঙিনায় আগুন জ্বালি নির্বিকার, মানবতার অধিকার ছাই হয়ে মাটিতে মিশে যায়। নারীত্বের নির্জনতা ছিন্ন- যুদ্ধের তালে ঝংকৃত, মুখোশের অন্তরালে নারীকে প্রতিদিন বদলায় নিষ্ঠুর রূপান্তরে, শাসকের ছলে, ধর্মের মুখোশে চাপা বেদনা, আত্মবিস্মৃত আত্মা গায় স্বার্থের স্তুতি। সফলতার মাপকাঠি যেন স্বপ্নহীন শূন্য তাম্রপত্র, ভাঙা প্রতিচ্ছবির অপূর্ব কীর্তি, অপরাধের হাতে অমর্যাদার অলঙ্কার, মুগ্ধতা পথ হারায় অন্তহীন মোহের মাঝে, এই নিরন্তর পথচলার শেষ কোথায়? গভীর অন্ধকারের বুক চিরে, সৃষ্টির অসীম প্রান্তরে আলোর নতুন ছোঁয়া, ধ্বংসের কোলাহলে সৃষ্টি নিজে দাঁড়িয়ে, স্রষ্টার ছায়ায় খুঁজি আমি অমোঘ আলোর অন্বেষণ, ধ্বংসের গভীরে নতুন দিশা, উজ্জ্বল সৃষ্টির প্রতিশ্রুতি। **** THE RADIANCE OF CREATION AMIDST THE DARKNESS OF DESTRUCTION - Md Siddique Hossain Unspoken flames of hatred lie dormant, Rising fiercely to the ominous beat of destruction, A friend’s face roaring like an enemy, Venomous arrows darting forth, guided by the Creator's hand, As the sky echoes with the toxic tune of lies. The emergence of light seems to drown in dense darkness. All brilliance fades in the coils of deceit. Existence longs to dissolve upon the path of ruin. Where is the radiant glow of the first creation? Where is the pure quest of wisdom? I consider myself an immortal creator, With an arrogant face adorned in the mark of knowledge, Yet I forget the stingy flames hidden in ashes. Indifferent, I ignite fires in others' yards, While the rights of humanity turn to ash and sink into the earth. Womanhood’s solitude is torn asunder— Resonating to the rhythm of war, concealed behind masks, Every day, a woman is reshaped into a merciless transformation, Pain veiled beneath the guise of rulers, masked in religion, A self-forgotten soul chants the praise of selfishness. Success measures like a dreamless empty copper plate, A broken reflection’s remarkable masterpiece, The ornaments of dishonour rest in the hands of crime. Wonder loses its way in endless illusion, Where does this relentless journey end? Through the heart of profound darkness, A new touch of light emerges in the boundless realms of creation. Amidst the clamour of destruction, creation stands tall, In the shadow of the Creator, I seek the inevitable quest for light. In the depths of destruction, a new direction, a promise of radiant creation. **** Berhampore, Murshidabad November 7, 2024

Institutions

Bangabasi Morning College

Categories

Prosody

Licence